জিয়া শিশু – কিশোর সংগঠন ৭ই মে ,১৯৮৮ -এ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী এই সংগঠনটি দেশের শিশু ও কিশোরদের স্বপ্ন ও সম্ভাবনাকে লালন করে, একটি আলোকিত ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আন্দোলনের দার্শনিক ভিত্তি রচনা করেন। তিনি শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মনির্ভরতার বীজ বপন করেন। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল রাজনীতির সীমা অতিক্রম করে—তিনি এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন যারা শিক্ষা, সাহস ও জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নেবে। এর একটি অনন্য দৃষ্টান্ত ছিল তাঁর সময়কালে প্রবর্তিত ‘গ্রাম সরকার’ ধারণা ও যুব-ভিত্তিক পল্লী উন্নয়ন প্রকল্প, যেখানে বিদ্যালয়গামী শিশু ও কিশোরদেরও সম্পৃক্ত করা হতো দেশের সেবায় ও গঠনমূলক কাজে।
এই আদর্শের ধারাবাহিকতা বজায় রেখে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে সংগঠনটির ব্যাপ্তি ও প্রভাব বহুগুণে বৃদ্ধি করেন। তাঁর নেতৃত্বে দেশজুড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং বৃত্তি কর্মসূচি জোরদার হয়। কন্যাশিশুদের জন্য মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা তাঁর সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, যা লক্ষ লক্ষ শিশুর জীবন পরিবর্তন করে দিয়েছে এবং তাদের দারিদ্র্য চক্র থেকে মুক্তির পথ তৈরি করেছে।
জিয়া শিশু-কিশোর সংগঠন এই ঐতিহ্যকে ধারণ করে শিশু ও কিশোরদের নৈতিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং নাগরিক দায়িত্ববোধের চর্চার সুযোগ করে দিচ্ছে। আমাদের লক্ষ্য একটি দেশপ্রেমিক, জ্ঞানভিত্তিক ও সেবামূলক মানসিকতায় গড়া প্রজন্ম গড়ে তোলা—যারা মেজর জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে সক্ষম হবে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে।
Zia Shishu-Kishor Songothon was established on May 7, 1988, based on the ideals of Bangladeshi nationalism. This platform was established with the belief that a strong, self-reliant Bangladesh must be built on the foundation of enlightened and empowered young citizens.
Shaheed President Ziaur Rahman, the founder of BNP, laid the philosophical cornerstone of this movement by emphasizing discipline, patriotism, and self-reliance among the younger generations. His vision went beyond politics—he believed in shaping a youth force that would take Bangladesh forward with courage, education, and a deep sense of national identity. One notable example of this commitment was the introduction of the Village Government concept and youth-based rural development projects during his leadership, encouraging participation from school-aged children and young adolescents in community service and nation-building efforts.
Carrying this legacy forward, Begum Khaleda Zia, the first female Prime Minister of Bangladesh and a tireless advocate for education and youth development, expanded the organization’s reach during her tenures. Under her leadership, nationwide literacy campaigns, child health initiatives, and scholarship programs flourished. Her government’s introduction of free education for girls up to the secondary level remains a landmark achievement that directly benefited millions of young Bangladeshis and empowered them to break cycles of poverty.
At Zia Shishu Kishor Songothon, we uphold these legacies by providing platforms for moral education, leadership training, cultural enrichment, and civic responsibility among children and teenagers across Bangladesh. Our mission is to cultivate a generation inspired by patriotism, knowledge, and service—a generation ready to honor the dreams of Major Zia and Begum Khaleda Zia and lead Bangladesh into a brighter, more just future.